জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ১১:১২ অপরাহ্ণ ॥ এপ্রিল ৭, ২০২৩
জামালপুরে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার শহরের বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো, ছানোয়ার হোসেন ছানু, আতিকুর রহমান ছানাসহ অন্যান্যরা। পরে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে চাল, ডাল, ভোজ্য তেল,মশলা, মুড়ি, খেজুর, মাংস বিতরণ করা হয়।