তুচ্ছ ঘটনায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ, মহিলাসহ আহত ১০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও পরিবারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তবিভাগে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা এখানে ভর্তি আছেন।

হাসপাতাল কতৃপক্ষ জানায়, পারিবারিক এক সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন উপজেলার সিংগিমারী গ্রামের মোকছেদ আলীর স্ত্রী রাশেদা বেগম ও তার শাশুড়ী জোহরা খাতুন। রাতে বউ-শাশুড়ীর দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে যান প্রতিবেশী আবুল হোসেন। এ সসময় বিষয়টি নিয়ে ভুল বুঝে রাশেদার ভাই হালিম মারধর করেন আবুল হোসেনকে।

বাবাকে মারধরের বিষয়টি জানতে পেরে আবুল হোসেনের ছেলে মোতাহারসসহ বেশ কয়েজন এসে হাসপাতালের আন্তবিভাগে থাকা হালিম ও রাশেদাকে মারপিট শুরু করে। পরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। এসময় হাসপাতালে ভর্তি অন্য রোগীরা আতংকিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

আবাসিক চিকিৎসক ডা. জুয়েল রানা জানান, রোগীদের মাঝে মারামারি হয়ে বেডসহ বেশ কিছু জিনিস হাসপাতালের ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধার থানার ওসি শাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মাঝে মারামারির ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। তবে এ বিষয় এখনো হাসপাতালের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *