পাহাড়ের প্রাণের উৎসব “ঐতিহ্যবাহী বৈসাবিন” উদযাপনে খাপাজেপ প্রস্তুতি সভা

পাহাড়ের প্রধান সামাজিক ও প্রাণের উৎসব “ঐতিহ্যবাহী বৈসাবিন” শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু আর বাঙালির নববর্ষ নিয়ে ‘বৈসাবিন’। বৈসু-সাংগ্রাই-বিঝু-নববর্ষ এর প্রথম চারটি অক্ষরে মিলিত রূপ “বৈসাবিন”।

রূপের রাণী খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন, পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু।

প্রস্তুতি সভায় এবারের অনুষ্ঠান মালায় বর্নাঢ্য শোভা যাত্রা, ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের সকলকে উপস্থিত থেকে শোভা যাত্রাকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য এবং পার্বত্য এলাকার সকল স¤প্রদায়ের, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময়, অত্র পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোঃ আনোয়ার হোসাইনসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *