ভালুকায় সাংবাদিককে প্রাননাশের হুমকি,থানায় অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - || ৫:৪৭ পূর্বাহ্ণ ॥ এপ্রিল ৪, ২০২৩
দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় ভালুকা প্রেসক্লাব’র আজীবন সদস্য তমাল কান্তি সরকারকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় একটি একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৩এপ্রিল ) উপজেলার হবিরবাড়ী এলাকার মোঃ মনিরুজ্জামান ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ মনিরুজ্জামান ওরফে জঙ্গইলা মনির (৪৭) হবিরবাড়ী মৌজায় ৭২২ নং দাগের সরকারী বন বিভাগের জমি থেকে তাহার বেকু দিয়ে মাটি কাটিয়া সরকারি বন ভূমির ক্ষতিসাধন করিতেছে এমন ছবি উঠাইয়া ফেইজবুকে আপলোড দেন সাংবাদিক তমাল কান্তি ।
পরে(৩এপ্রিল) দুপুরে মনির তাহার ব্যবহৃত মোবাইল নং-০১৭১১২৬২১৭৭ হইতে তমাল কান্তি সরকারের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দেন ।
সাংবাদিক তমাল কান্তি বলেন,হবিরবাড়ী মৌজায় ৭২২ নং দাগের সরকারী বন বিভাগের জমি থেকে মনির তাহার বেকু দিয়ে মাটি কাটিয়া সরকারি বন ভূমির ক্ষতিসাধন করিতেছে এমন ছবি উঠাইয়া ফেইজবুকে আপলোড দিলে তিনি মোবাইলে আমাকে প্রাননাশের হুমকি দেন।তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন তিনি।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল বলেন, একজন সাংবাদিককে হুমকি দেয়া বিষয়টি খুবই দুঃখজনক। সেই সাথে তিনি এর তীব্র নিন্দা জানান।