ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

বেতন বৃদ্ধি,সবেতনে উৎসব ছুটি, এক মাসের বেতন সম-পরিমান বোনাস ও শ্রম আইন বাস্তাবায়নের দাবীতে নাটোরে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিকরা মানববন্ধন করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর কানাইখালী প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিকই উনিয়নের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সমর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ, সাবেক সভাপতি ধীরেন দাস সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, হোটেল রেস্তোরা ও মিষ্টান্নের দোকানে নানা রকম অব্যবস্থার কারনে প্রতিনিয়ত তাদের নাজেহাল হতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা প্রয়োজন তা সঠিকভাবে দেওয়া হয় না। অথচ যখন মোবাইল কোর্ট হয় তখন সব দোষ তাদের ঘারে চাপানো হয়। দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারে তাদের বেতন ভাতাদি বৃদ্ধি করা হয়নি। কোন সময় ছুটির প্রয়োজন হলে তাদের কোন বেতন দেওয়া হয় না। তারা অতি দ্রুত তাদের বেতন বৃদ্ধি, উৎসব ছুটি, এক মাসের বেতন সমপরিমান বোনাস ও শ্রম আইন বাস্তাবায়নের দাবী জানায় তারা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: