সৈয়দপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত
ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ১০:১৯ অপরাহ্ণ ॥ এপ্রিল ২, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সৈয়দপুরে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দলীয় কার্যালয় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই কর্মসূচীর আয়োজন করা হয়। সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার সভা পরিচালনা করেন।
বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, জিয়াউল হক জিয়া, আব্দুল খালেক, শফিকুল ইসলাম জনি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মানোয়ার হোসেন মন্টু এম এ পারভেজ লিটন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি পাপিয়া বলেন, শেখ হাসিনা বাটের বেটি হয়ে থাকলে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন। নয়তো হাসিনার অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা, করতেও দেয়া হবেনা। কেউ এই সরকারের অধীনে নির্বাচনে গেলে তাদের মাথার চুল ও পিঠের চামড়া থাকবেনা। রমজানের পরই চুড়ান্ত যুদ্ধ শুরু হবে।