ফুলবাড়ীতে অসহায় এক শিশুর অর্থিক সাহায্যের আবেদন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া গ্রামের দিনমজুর মোঃ আব্দুল খালেক এর পুত্র (০৯) একজন ক্বাওমী মাদ্রাসার ছাত্র। মোঃ হানজেলার একটি বাম চক্ষু অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় তার চোখটি প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। বর্তমান তার চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন। দিনমজুর পিতা আব্দুল খালেক এর পক্ষে তার চোখের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। হানজেলার পিতা একজন দিনমজুর হওয়ায়, তারা দিন আনে দিন খায়। বতমান তাকে দিনাজপুর চক্ষু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ইসপাহানী ইসলামীয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল, ঢাকাতে প্রেরণ করেন। বর্তমান তার পিতা সমাজের বৃত্তবানদের কাছে তার ছেলের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকান: বিকাশ/ নগদ ০১৭৫১২৬৩০৫৪ (বাবা)। তার পিতা আব্দুল খালেক জানান, বৃত্তবানেরা একটু করে সাহায্য দিলে আমার ছেলেকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *