নাটোরে পৃথক ৩টি রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন
নাটোর প্রতিনিধি. || ১১:২৮ অপরাহ্ণ ॥ এপ্রিল ১, ২০২৩
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নে ৩টি কাঁচা রাস্তা পাঁকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে থেকে বিকাল অবধি পৃথক পৃথক ভাবে ২ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে এ ৩টি কাঁচা রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল , বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে জামনগর ইউনিয়নে জামনগর কলেজ হতে ঘোষপাড়া পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে, গৈলার ঘোপ লবার বাড়ি হতে সিদ্দিকের দোকান পর্যন্ত ৪৭৫ মিটার রাস্তা ৩৮ লক্ষ টাকা ব্যায়ে এবং বাঁশবাড়িয়া মুন্সিপাড়া হতে জায়গির পাড়া পর্যন্ত ১০৫০ মিটার রাস্তা ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি কাঁচা রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়