হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে বন্ধুকে দিয়ে নিজ স্ত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ধর্ষিতা গৃহবধু বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে হাতীবান্ধা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে স্বামীর সহযোগিতায় ধর্ষণ করা হয় এমনটি জানান হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবুধ ও তার পরিবারের লোকজন।

জানা গেছে, ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধু বুধবার রাতে স্বামীর সাথে পাশে ৮ নং ওয়ার্ডে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু বাবার বাড়ি নিয়ে না গিয়ে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যায় তার স্বামী। ওই গৃহবধুর দাবী, প্রথমে তার স্বামী তার সাথে দৈহিক মেলামেশা করেন। পরে গভীর রাতে জামাল নামে ওই গৃহবধূর স্বামীর বন্ধু তার স্বামীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করেন। সকালে তাকে একটি অটো যোগে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাবার বাড়ি থেকে তার ভাই প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, নির্যাতিত গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *