শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ রমজান থেকে প্রতিদিন ২০০ জন সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
ইতোমধ্যে এই উদ্যোগে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আজ শুক্রবার (৩১ মার্চ) সরকারি প্রোগ্রামে শ্রীমঙ্গলে উপস্থিত থাকার সুবাদে এই অনন্য উদ্যোগের সাথে শরিক হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আজও শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে ২০০ পথচারি, খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও দরিদ্র মানুষের মাঝে ইফতার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্হ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন প্রমুখ।