চলতি মৌসুমের প্রথম চা নিলাম চট্টগ্রামে ১৭ এপ্রিল, শ্রীমঙ্গলে ২৬ এপ্রিল
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৩:২৩ অপরাহ্ণ ॥ মার্চ ৩১, ২০২৩
আগামী ১৭ এপ্রিল হতে শুরু হতে যাচ্ছে ২০২৩-২০২৪ অর্থবছরের চা নিলাম । ওইদিন চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের মাধ্যমে ২০২৩-২৪ নিলাম বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ চা বোর্ড সুত্র জানায়, দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল ।
সুত্র জানায়, এবার দেশে মোট ৬৯টি চা নিলাম অনুষ্ঠিত হবে । এরমধ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ৪৬টি এবং দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চা নিলাম অনু্ষ্ঠিত হবে ২৩টি ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক রামভজন কৈরি জানান, ১৯৪৯ সালের ১৬ জুলাই চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে প্রথম চায়ের নিলাম অনুষ্ঠিত হয় । অপরদিকে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম চায়ের নিলাম অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১৪ মে ।