খাগড়াছড়িতে ১০দিনব্যাপি বিঝু মেলা শুরু

চৈত্র মাসে কোকিলের কুহু কুহু ডাক, বাঙালির নানা রঙের সাজ জানান দেয় আসছে ঐতিহ্যবাহী বৈশাখ। পাহাড়ের প্রধান সামাজিক প্রাণের উৎসব “বৈসাবি” শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু আর বাঙালির নববর্ষ নিয়ে বৈসাবিন। বৈসু-সাংগ্রাই-বিঝু-নববর্ষ এর প্রথম চারটি অক্ষরে মিলিত রূপ বৈসাবিন।

রূপের রাণী পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৈসাবিনকে সামনে রেখে শুরু হয়ে গেছে চাকমাদের বিঝু মেলা। বৃহস্পতিবার বিকালে শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব মাঠে ১০ দিনব্যাপী বিঝু মেলার উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু। এসময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, শাহিনা আক্তার ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি লেখক ও গবেষক সাংবাদিক প্রদীপ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু মনি চাকমা ও সূর্যশিখা ক্লাবের সাধারণ সম্পাদক নোবেল চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির স্থানীয় নারী উদ্যোক্তা ও সূর্যশিখা ক্লাবের যোথ উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী এ বিঝু মেলা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এর পর শুরু হবে মাসব্যাপী বিভিন্ন খেলাধুলা। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক, খাদ্য ও নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *