ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ
পাহাড়ে “বৈসাবিন’র” আগমনী বার্তা

খাগড়াছড়িতে ১০দিনব্যাপি বিঝু মেলা শুরু

শংকর চৌধুরী.খাগড়াছড়ি || ৯:৫৭ অপরাহ্ণ ॥ মার্চ ৩১, ২০২৩

চৈত্র মাসে কোকিলের কুহু কুহু ডাক, বাঙালির নানা রঙের সাজ জানান দেয় আসছে ঐতিহ্যবাহী বৈশাখ। পাহাড়ের প্রধান সামাজিক প্রাণের উৎসব “বৈসাবি” শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু আর বাঙালির নববর্ষ নিয়ে বৈসাবিন। বৈসু-সাংগ্রাই-বিঝু-নববর্ষ এর প্রথম চারটি অক্ষরে মিলিত রূপ বৈসাবিন।

রূপের রাণী পার্বত্য জেলা খাগড়াছড়িতে বৈসাবিনকে সামনে রেখে শুরু হয়ে গেছে চাকমাদের বিঝু মেলা। বৃহস্পতিবার বিকালে শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাব মাঠে ১০ দিনব্যাপী বিঝু মেলার উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু। এসময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, শাহিনা আক্তার ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি লেখক ও গবেষক সাংবাদিক প্রদীপ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু মনি চাকমা ও সূর্যশিখা ক্লাবের সাধারণ সম্পাদক নোবেল চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির স্থানীয় নারী উদ্যোক্তা ও সূর্যশিখা ক্লাবের যোথ উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী এ বিঝু মেলা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এর পর শুরু হবে মাসব্যাপী বিভিন্ন খেলাধুলা। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক, খাদ্য ও নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com