লালমনিরহাটের বড়বাড়িতে ট্রাকের ধাক্কায় মোঃ রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরেকটি অটোরিক্সার ৫জন ও ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়।
বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের বড়বাড়ি শিমুলতলার ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি ফকিরপাড়া গ্রামের বিএসসি শিক্ষক আহামদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লেখাপড়া শেষ করে চাকুরীর চেষ্টা না করে ব্যবসা করতেন রেজাউল। বুধবার বড়বাড়িতে হাট থাকায় নিজের ব্যবসায়ীক কাজে কাঠালবাড়ি থেকে বড়বাড়িহাটে আসে ব্যবসায়ী রেজাউল। ব্যবসায়ীক কাজ শেষে বাড়ির জন্য বাজার করে ব্যাটারিচালিত অটো রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ওই অটোরিক্সায় তিনি একাই ছিলেন। তার পিছনে আরও একটি অটোরিক্সায় ৫জন যাত্রী ছিল। পরে বড়বাড়ি থেকে যাওয়ার পথে বড়বাড়ি ব্রাক অফিসের সামনে যাওয়া মাত্রই কুড়িগ্রাম থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় অপর অটো রিক্সার ৫জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন অটোরিক্সার যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
ট্রাকের ড্রাইভার অটোরিক্সা চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটি সড়কের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকের সামনের অংশ দুমরে মুচরে যায় এবং ট্রাক চালক ভিতরে চাপা খেয়ে আটকা পড়ে তার ডান পা ভেঙ্গে যায়। পরে লালমনিরহাট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ড্রাইভারকে উদ্ধার করে। ট্রাক চালকের পা ভেঙ্গে গেলেও তিনি প্রানে বেচে যান। এ সময় ট্রাকের সহকারী পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ট্রাকের ধাক্কায় রেজাউল নামে একজন নিহত ও ট্রাকের ড্রাইভারসহ ৫জন আহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।