ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়িতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি || ১১:০১ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের তালুক শিমুলবাড়ি কবিরাজ টারি গ্রামের মোঃ রিপন মিয়ার স্ত্রী মোছাঃ মীম আক্তার (২১)নামের এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানাযায়,তিন বছর আগে রিপন মিয়া ও মীম আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অতঃপর বিয়ে করেন। কিছুদিন পরে দুজনের ঘড় আলোকিত হয়ে একটি পুত্র সন্তান জন্ম নেয়। মীম আক্তার আগে থেকেই নাকি একটু জেদি সংসারে ছোট খাটো বিষয় নিয়ে প্রায় সময়ই দুজনের মধ্যে বাকবিতন্ডা লেগে থাকে।
এলাকাবাসীরা জানান এর আগেও নাকি স্বামী শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আরো দুবার গলায় ফাঁস দিতে গিয়েছিল।

২৯(মার্চ) বুধবার রাতে মোছাঃ মীম আক্তার তার শাশুড়িকে বাবার বাড়িতে যাওয়ার কথা জানানে শাশুড়ি বলেন এসময় কাজের তাল কয়েকদিন পরে যান। একথা বলে সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। মীমের জেদ কেন আমাকে কয়েকদিন পরে যেতে বলল সেই কারণে স্বামী সন্তান ঘুমিয়ে পরলে নিজের শয়ন ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। রিপন মিয়া আবার মাইক ভাড়া দেওয়ার ব্যবসা করে, কাফেলা করার জন্য মাইক ভারায় দিলে মাইক একটু নষ্ট হয়ে যায় সেই কারণে কাফেলার ছেলেপেলেরা রাত সারে তিন টার দিকে রিপনের বাড়িতে রিপন কে ডাকতে আসে সেই ডাক শুনে রিপন টের পেয়ে দেখে তাঁর স্ত্রী ঘরের ধরনায় ফাঁসি দেওয়া অবস্থায় ঝূলতেছে এঅবস্থায় সে চিৎকার দিয়ে উঠে। তার আত্নচিৎকারে বাড়ির এবং এলাকার লোকজন ছুটে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে, এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: