ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে হিন্দু সর্নাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব হরিবাসর অনুষ্ঠিত

হারুনুর রশিদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৩:৪৭ অপরাহ্ণ ॥ মার্চ ৩০, ২০২৩

বগুড়ার কাহালু মানুষের সম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় উদাহরণ ইসলাম ধর্মমম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব সিয়াম সাধনার মাস মাহে রমজানের ষষ্ঠ দিনে ২৯ মার্চ বুধবার সন্ধ্যায় কাহালু সদর ইউনিয়নের গিরাইল গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরিবাসর কমিটির ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলা কীর্তন এর অংশ সভাপতি শ্রী দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে হিন্দু

ধর্মাবলম্বীদের মহা উৎসব হরিবাসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানা অফিসারস ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,কাহালু উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলি টনি, সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন, ছাএলীগের সভাপতি সৌগির আহমেদ রিতু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারি অধ্যাপক পিএম বেলাল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। কাহালুতে হিন্দু মুসলমান উভয়ই ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব এবং ধর্মীয় প্রার্থনা করছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক