শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ রোগীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ৮ রোগীর মাঝে এসব আর্থিক অনুদানের চেক বিতরন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার ক্যান্সার আক্রান্ত ৫ জন, কিডনি রোগে আক্রান্ত ১ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ৮ জনকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।