ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে বিভিন্ন রোগে আক্রান্ত ৮ রোগীকে ৪ লাখ টাকার চেক বিতরন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ২:৩৮ অপরাহ্ণ ॥ মার্চ ২৯, ২০২৩

শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ রোগীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ৮ রোগীর মাঝে এসব আর্থিক অনুদানের চেক বিতরন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার ক্যান্সার আক্রান্ত ৫ জন, কিডনি রোগে আক্রান্ত ১ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ৮ জনকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক