ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশী নাগরিক আটক

নাইক্ষংছড়ি- বান্দরবান প্রতিনিধি- || ৪:১৬ অপরাহ্ণ ॥ মার্চ ২৯, ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন এক নেপালি নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চাকঢালা আমতলি মাঠ ৬নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা(২৪) সে নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা দর্জিদ বুড়া থাপার ছেলে।

বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকরতা(ওসি) টান্টু সাহা।

পুলিশ সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১নম্বর সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪পিলারের ১নম্বর ১এস হইতে আনুমানিক ১কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াইকিলোমিটার দক্ষিন-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় প্রদান করায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টান্টু সাহা বলেন, এই ব্যাপারে বিদেশী অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: