ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুর সোনাপুকুরে দাঁদন ব্যবসায়ির শাস্তির দাবিতে মানববন্ধন

ওবায়দুল ইসলাম নীফামারী ঃ || ৪:৩৬ অপরাহ্ণ ॥ মার্চ ২৮, ২০২৩

সৈয়দপুরের পাশ্ববর্তী বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর ফকির পাড়ার দাদন ব্যবসায়ি,ভুমিদস্যু নারী লোভী দুলাল হোসেনের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি।

২৮ মার্চ ফতেজংপুর ইউনিয়নের ইপিজেডের সামনে ওই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যপি ওই মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন,ভুক্তভোগি ছলিম উদ্দিন, লুৎফর রহমান, খালেদা বেগম, হাওয়া তুনন্নেসা,শামসুন্নাহারসহ অনেকে। তারা বলেন, এলাকার ওই দুলাল হোসেন নানা অপরাধে অপরাধী। তিনি এলাকার সহজ সরল লোকজনকে লাভের ওপর টাকা দিয়ে ফাঁকা স্ট্যাম্প ও চেক গ্রহণ করেন। পরবর্তীতে টাকা পরিশোধ হলেও তিনি গ্রহণ করা চেক ও স্ট্যাম্প ফেরত না দিয়ে তাতে বেশী পরিমান টাকার অংক বসিয়ে তাদের নামে মামলা করে থাকেন। এ পর্যন্ত তিনি ১৪৩ জনের নামে মিথ্যে মামলা করে হয়রানি করছেন। মামলার আসামি হয়ে অনেকে বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এলাকায় তার প্রভাব থাকায় কেউ কথা বলতে সাহস পায় না। লাভের টাকা পরিশোধ করার পরও মামলার আসামী হয়ে বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক মেম্বার হাসান আলি। পালিয়ে বেড়াচ্ছেন লিয়াকত আলি। এমনি অনেক নিরহ মানুষ মিথ্যে মামলায় আসামি হয়ে বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ওই সুদারু দুলাল হোসেনের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবি তুলে মানববন্ধন করে ভুক্তভোগিরা। ওই মানববন্ধনে অংশ নেয় সোনাপুকুর,ফকিরপাড়া এবং ডাঙ্গারহাট এলাকার নারি পুরুষ ও শিশুরা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক