ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ শাহীন, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || ৫:৪৪ অপরাহ্ণ ॥ মার্চ ২৭, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস রোববার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. আতাউর রাব্বী , বকশীগঞ্জ থানার ওসি মো.সোহেল রানা , উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা বশির আহদে (বীর প্রতীক), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ , বীরমুক্তিযোদ্ধা গোলাম মাওলা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা , বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক