বগুড়ার কাহালুতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল ,প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি,শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, উপজেলা পরিদের পক্ষ হতে চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,থানা পুলিশের পক্ষ হতে অফিসার অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামুন, পৌর সভার পক্ষ হতে মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান,প্রেসক্লাব এর পক্ষ হতে সভাপতি ইউনুস আলী টনি, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ হতে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুস্পস্বক অর্পণ করা হয়। এরপর কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)এলাকার সংসদ সদস্য বগুড়া জেলা জাসদ (ইনু) সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ,সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।