নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম,এমপি,উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম,অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,পুলিশ পরিদর্শক তদন্ত এ এস এম মোঃ আতিকুর রহমান সহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি,আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পুস্পমাল্য অর্পন শেষে বিভিন্ন কুচকাওয়াজ,প্যারেড, ছাত্র/ছাত্রীদের শরীর চর্চা,ডিসপ্লে ও বিভিন্ন খেলাধুলা শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।এ সময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।তাছাড়াও মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র বিভিন্ন কর্মসুচী হাতে নেয় উপজেলা প্রশাসন।মহান স্বাধীনতা যুদ্বে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা বিভিন্ন মন্দিরে প্রার্থনা, মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।হাসপাতাল ও এতিমখানা গুলোতে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *