বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫শে মার্চ) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক আহবায়ক চন্দন কুমার দাসের সভাপতিত্বে, প্রমথ রঞ্জন চক্রবর্তীর ও জে দাস চপলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মলয় চক্রবর্তী রাজু, জেলা কমিটির সাধারন সম্পাদক এড. বিশ^জিৎ চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিক,এড. গৌরাঙ্গ পদ দাস,নারীনেত্রী শিলা বসু,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,ড্যানিস চক্রবর্তী,বিটু বড়ূয়া প্রমুখ।
পরবর্তীতে উপস্থিত জেলা নেতৃবৃন্দরা চন্দন কুমার দাসকে সভাপতি ও প্রমথ রঞ্জন চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।