নোয়াখালী চাটখিলে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে ২৫ই মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুইয়ার সভাপত্বিতে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়েছে।
সকল ১০টা থেকেই গণহত্যা বিষয়ক বিভিন্ন প্রামান্য চিত্র ভিডিও ফুটেজ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। গণহত্যার ইতিহাস সম্পর্কে সাধারণ একটি ধারণা প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলন, চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, প্রভাষক আবুল কালম আজাদ সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।