বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের শটের বটতলা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে শটের বটতলা এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনা গামী অপর বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংর্ঘর্ষে ট্রাক ড্রাইভার সুমন (৩২) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ট্রাক ড্রাইভার কুমিল্লার মকসুলুর রহমনের ছেলে।
বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ড্রাইভার সুমন (৩২) কে উদ্ধার করে।
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলিমুজ্জামান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে। বেপরোয়া গতির ট্রাকের সাথে দাড়িয়ে থাকার অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুমন নামে ট্রাক ড্রাইভার মারা যায়। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।