নীলফামারীতে ডিএনসির অভিযানে ১১ বোতল মদ উদ্ধার
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৪:০৩ অপরাহ্ণ ॥ মার্চ ২৪, ২০২৩
নীলফামারীর ডিএনসির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে এক বাড়ী থেকে ১১ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে। এ সময় বাড়ীর মালিক পলাতক ছিল। ২১ মার্চ ডিএনসি নীলফামারীর একটি অভিযানকারী দল ডোমার উপজেলার গোমনাতি হেমায়েত পাড়ায় ওই অভিযান চালায়। এতে নের্তৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক মোঃ শফিয়ার রহমান।
সঙ্গীয় ফোর্সসহ দুপুরে আসামী মোঃ আঙ্গারুল হক (৪৩) এর বাড়ীতে অভিযান চালান তারা। এ সময় তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয় ওই মদের বোতল। অভিযানের কথা পুর্বে জানতে পেরে বাড়ীর মালিক পালিয়ে যায়।
এ ব্যাপারে উপপরিদর্শক মোঃ শফিয়ার রহমান বাদি হয়ে ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।