বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুর রহিম (৩০) কে জালিয়াতি মামলায় পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবাইদুল ইসলাম সবুজ অত্র ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের (কম্পিউটার অপারেটর) উদ্যোক্তা আব্দুর রহিমের বিরুদ্ধে, বিশ্বাস ভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগ এনে কাহালু থানায় ১৮৬০ সালের ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮ ধারায় গতকাল ১৮ নং একটি মামলা করে।
কাহালু থানা পুলিশ জালিয়াত ও প্রতারক আব্দুর রহিম কে গত বৃহস্পতিবার রাতে তার বাড়ী হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আব্দুর রহিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণি পাড়ার আব্দুল কাদের এর ছেলে।
মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, ইউনিয়র পরিষদ প্রদত্ব,জন্ম সনদ, ওয়ারিশান সার্টিফিকেটসহ বিভিন্ন সাটির্ফিকেটে টাকার বিনিময়ে ভূয়া,মিথ্যা তথ্য লিখে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছিল। আব্দুর রহিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণি পাড়ার আব্দুল কাদের এর ছেলে।