আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বাসাইল এলাকার বাজারগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম শহরের বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টাঙানো ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্যে বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে,নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রেতা পর্যায়ে সহনীয় রাখতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করার লক্ষে সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন,বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,কৃষি অফিসার শাজাহান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।