ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বড়াইগ্রামে কৃষি প্রণোদনা পেলেন ৭ হাজার ১শ কৃষক

নাটোর প্রতিনিধি: || ১০:৩২ অপরাহ্ণ ॥ মার্চ ২৩, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এ প্রণোদনার আওতায় উপজেলার মোট ৭হাজার ১শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামুল্যে পাট, উফসী আউশ ধানের বীজ ও সার।
বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক