বকশীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || ১২:২৭ পূর্বাহ্ণ ॥ মার্চ ২৩, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানা থাকা ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের দড়িপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ফরহাদ আলী, খামার গেদরা গ্রামের মুনসুর আলীর ছেলে মোজাম্মেল হক, একই গ্রামের আবদুল করিমের ছেলে ফরহাদ হোসেন ও মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, খাসের গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বেলায়েত হোসেন ।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার (২২ মার্চ) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।