প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নে আশ্রয়ন দুই প্রকল্পে ৭০ টি ঘর ও দুই শতাংশ জমির দলিল হস্তান্তর করা হয়।
সারাদেশের ন্যায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর । পীরগাছা উপজেলা নিবার্হী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে পীরগাছা উপজেলায় ভূমিহীন ও গৃগহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহাবুব রহমান,নির্বাহী ম্যাজিটেড ভূমি মুসা নাসের চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ।
অসচ্ছল অসহায় সুবিধাভুগি পরিবারগুলো প্রধান মন্ত্রীর পাওয়া উপহারে অনেক খুশি তারা সরকার প্রধান দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন। ৩লক্ষ টাকা ব্যায়ে এই সব ঘরের পাশে থাকছে আরো দুই শতাংশ জমি ২০২৩ সালের মধ্যে পীরগাছা কে গৃহ ও ভূমিহীন ঘোষনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা