২২ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকার সময় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ২৫৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ৩য় ও ৪র্থ পর্যায়ের-২ শতাংশ জমি ও একটি ঘরের দলিল ও চাবি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানের শুরুতেই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্টানে যুক্ত হয়ে অনুষ্টানের শুভ সুচনা করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্টান অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন,উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার।বক্তব্য রাখেন উপকারভোগী ক্ষিরোধ আচার্য্য,চমকতারা বেগম,চাপড়তলা ইউপি চেয়ারম্যান মনছুর আহমদ ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।অনুষ্টানে দলীয় নেতাকর্মী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক উপকারভোগী সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে প্রধান অতিথি বি,এম ফরহাদ হোসেন এম পি উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।এ সময় উপকার ভোগীদের মাঝে বইতে থাকে আনন্দের বন্যা।
অনুষ্টানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিষু দাস।