ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইল-লোহাগড়ার গণসংযোগ করলেন জেপি নেত্রী পারভীন

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি || ১০:০৭ অপরাহ্ণ ॥ মার্চ ২৩, ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল(লোহাগড়া)-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আরা পারভীন বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলাসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।

সূত্র জানায়, শামীম আরা পারভীন (লিচু) খুলনা মহানগর মহিলা জাতীয় পাটির্র(জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। গত মঙ্গলবার থেকে তিনি গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ শুরু করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শামীম আরা পারভীন (লিচু) জানান, আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। রামপুর, রাজুপুর, লক্ষীপাশা,নড়াইল পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলেছি। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি। সকলেই হাসিমুখে সাধুবাদ জানিয়েছেন। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক