ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

চাটখিলে আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ আমান উল্যা:চাটখিল || ১২:৪০ পূর্বাহ্ণ ॥ মার্চ ২৩, ২০২৩

নোয়াখালী চাটখিল উপজেলায় আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুধবার দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এর সভাপত্বিতে ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। চাটখিল উপজেলায় মোট ৯টি ইউনিয়ের ৯টি ওয়ার্ডের সকল নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, গত ১৫ বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতটুকু পেয়েছি আপনারদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। গত করোনার মহামারিতেও আমার নেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে দাড়িয়েছে, যতদিন নেত্রী বেছে থাকবে ততদিন আমি আপনাদের মাঝে নেত্রীর পক্ষ থেকে যত সুযোগ সুবিধা আছে তা ব্যবস্থা করে দিবো ইনশায়াল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, পৌসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হাটপুকুরিয়া ইউপির চেয়ারম্যান এইচএম বাকি বিল্লাহ, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান মিজানুর রহমান, খিলপাড়া ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি সাহিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিমা আক্তার মেরী, নোয়াখলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান হাজী মো: মানিক, পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক, এম এ হান্নান, মোহাম্মদপুর ইউপির খোদেজা আক্তার, সকল ইউনিয়ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

বিকেলে দ্বিতীয় পর্বে নোয়াখালী জেলা সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগনের সাথে মত বিনিময় করেন। এতে সভাপত্বিত করেন যমুনা টিভির সাংবাদিক মোতাসিম বিল্লাহ সবুজ। উপস্থিত ছিলেন, প্রায় ৩১জন টেলিভিশনের ও ১৭০জন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল সাংবাদিকবৃন্দের মাঝেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাহে রমজানের উপহার বিতরণ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: