‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’এই অঙ্গীকার কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক বগুড়ার কাহালুতে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন আরো ১০ পরিবারকে জমিসহ গৃহ ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। ২২ মার্চ বুধবার সকাল ১১টায় গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৭জেলার সবকটি উপজেলা সহ সারাদেশে ১৫৯ টি উপজেলায় মোট ৩৯ হাজার ৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে বগুড়ার কাহালু উপজেলা সহ সারাদেশে ১৫৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। এ উপলক্ষে কাহালু উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উজ্জল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা প্রকল্প অফিসার মোঃ আব্দুল জোব্বার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার গনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উপজেলায় প্রথম পর্যায়ে ৭৭টি, দ্বিতীয় পর্যায়ে ৪৬টি, তৃতীয় পর্যায়ে ৫০টি, ও চতুর্থ পর্যায়ে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মোট ১৮৩ টি ঘর প্রদান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫ শ টাকা। এদিকে উপকারভোগী দুলু সাকিদার, লাকি আক্তার,আকতার হোসেন সহ ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের স্বপ্নের আবাস স্থল পেয়ে তাৎক্ষণিক ভাবে আবেগ আপ্লুত হয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।