মুরাদনগরে সংসদ সদস্যর অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সহস্রাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ মোট ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সদরের দক্ষিন পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করায়।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনের সভাপতিত্বে ইফতার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলার যুবলীগের আহŸায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক বদিরুজ্জামান, কাজী শারফিন শাহ, ইউপি সদস্য আল-আমিন বাদশা, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, হাজী ইসমাইল দানু, হাফেজ আবুল কালাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *