ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে ঘুষ ও তদবীর ছাড়াই পুলিশ কনস্টবল নিয়োগ

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি: || ৭:২৩ অপরাহ্ণ ॥ মার্চ ২২, ২০২৩

নড়াইলে ঘুষ ও তদবীর ছাড়াই পুলিশ কনস্টবল নিয়োগ দেয়া হয়েছে।
চাকুরী নয় সেবা’ শ্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থী বাছাই করে নড়াইলে ২৭ জনের পুলিশ কনস্টবল পদে চাকুরী হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে তাদের পুলিশের কনস্টেবল পদে চাকুরী হয়েছে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ২০ টাকার ফরম কিনে যথাযথ স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে তারা চাকুরী পেয়েছেন।
বুধবার (২২ মার্চ) পুলিশ লাইন্স-এ সদ্য চাকুরীপ্রাপ্ত পুলিশ কনস্টবলদের সংবর্ধনা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য দেয়া হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন আরোও জানান, পুলিশের চাকুরী পেতে টাকা-পয়সা লাগে না। সন্তানের চাকুরীর জন্য অভিভাবকদের জমিজমা বিক্রি করার কোন প্রয়োজন নেই।
জেলা পুলিশের আয়োজনে নড়াইল জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে প্রেসব্রিফিং অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) প্রত্যুষ কুমার মজুমদার, সদর থানার ওসি ওবাইদুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার সাদিরা খাতুন এ সময় আরোও বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বচ্ছ নিয়োগের কোন বিকল্প নেই। মাত্র ১২০ টাকা খরচ করে নড়াইলের ২৭ তরুন তরুনীর স্বপ্ন পূরন হয়েছে। কোন রকম ঘুষ-তদবির ছাড়াই তারা মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশে চাকুরী পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশের উপযোগী করে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতির আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক