উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৩ উদ্যাপন উপলক্ষে, বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনুস আলী টনি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।