ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ
গফুর সভাপতি শাহিন সম্পাদক

সৈয়দপুর জেলা বিএনপির সম্মেলন অনুুষ্টিত

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৪:৪৯ অপরাহ্ণ ॥ মার্চ ২১, ২০২৩

দীর্ঘ ৯ বছর পর সম্পন্ন হল সৈয়দপুর জেলা বিএনপির সম্মেলন। এ উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান উদ্বোধক।
সোমবার পৌর কমিউনিটি সেন্টার হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে। সেখানে কোন জবাবদিহিতা নাই, বির্তক হয়না, দেশ সম্পর্কে কোন আলোচনা হয়না।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামীলীগের অধীনে আর কোন নির্বাচনে বিএনপি যাবেনা। দেশরক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে বেগম খালেদা জিয়ার মুক্তি চান তারা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সাবেক বিরোধী দলীয় হুইপ (জাপা) আলহাজ্ব শওকত চৌধুর, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কার্জন, পৌর বিএনপির সভাপতি হাজী রশিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম জনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড. এস এম ওবায়দুর রহমান।
সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় গোপন ব্যালোটে ভোট গ্রহণ। তিনশ তিন জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক হলেন শাহিন আকতার। সাংগঠনিক সম্পাদক পদে প্রথম হয়েছেন আনোয়ার হোসেন প্রামানিক, দ্বিতীয় এম এ পারভেজ লিটন ও তৃতীয় মনোয়ার হোসেন মন্টু।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com