জনগণ এটাই বোঝে ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনতার রায় নিতে হবে। আর জনতার রায় নির্বাচনের মাধ্যমেই হবে। আমরা মনে করি খুব শীর্ঘই নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ঘোষণা করবেন বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তাদের নিজস্ব ব্যাপার। তবে আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিত।
২১ মার্চ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
এরপর পুলিশ সুপার কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপন করেন তিনি। সেইসাথে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি,সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে পুলিশ লাইন্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।