ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিরামপুর ( দিনাজপুর।) প্রতিনিধিঃ || ২:২৮ অপরাহ্ণ ॥ মার্চ ২১, ২০২৩

বিরামপুরে খরিপ -১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ ও উফশি আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণ এর শুভ উদ্বোধন করেন।
কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ জানান, এবার উপজেলা ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৮০ হেক্টর জমিতে উফশি আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে ১ হাজার ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির জন্য জন প্রতি ৫ কেজি ধান বীজ, এমওপি ১০ কেজি, ১০কেজি ডিএপি সার বিতরণ করা হয়। যা ১৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময় কালের মধ্য রোপণের জন্য এসব বিতরণ করা হচ্ছে। এছাড়াও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫০ জন কৃষকদের কে ১ কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মেকুলছুম বানু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক