বাগেরহাটের ফকিরহাটে নবাগত ইউএনও’র যোগদান
বাগেরহাট প্রতিনিধি ।। || ১১:৪৩ অপরাহ্ণ ॥ মার্চ ২১, ২০২৩
বাগেরহাটের ফকিরহাটের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী যোগদান করেছেন। মঙ্গলবার (২১ মার্চ) তিনি নিজ কর্মস্থলে যোগাদান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউএনও মারুফা বেগম নেলী ইতোপূর্বে চট্টগ্রামের কর্নফুলী উপজেলায় এবং পরবর্তীতে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৯ মে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে প্রেষণে নিয়োগ পান। ২০২২সালের ১৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম থেকে খুলনা বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী গত ২০ মার্চ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ফকিরহাটের ইউএনও হিসেবে যোগদানের জন্য অবমুক্ত হন।
নরসিংদী জেলার বাসিন্দা মারুফা বেগম নেলী ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুর জেলায়। ফকিরহাট উপজেলায় চতুর্থ নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মারুফা বেগম নেলী দায়িত্ব প্রাপ্ত হলেন।