প্রধানমস্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করার লক্ষে চতুর্থ পর্যায়ে আগামীকাল বুধবার ২২ মার্চ পটুয়াখালীর বাউফলে উপজেলার উপকারভোগী ১৩০জন ভূমিহীন-গ্রহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আল আমিন,সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ^াস,দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন,এস জাহাঙ্গীর হোসেন প্রমুখ ।
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন, আগামী ২২ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমস্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফরেন্সের মাধ্যমে গ্রহ ও ভূমিহীনদের হাতে বাসস্থানের দলিল হস্তান্তার করবেন। তিনি আরো বলেন আগামী দুই মাসের মধ্যে বাউফল উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষনা করা হবে।