পঞ্চগড়ে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার
পঞ্চগড় প্রতিনিধি || ৫:৩৬ অপরাহ্ণ ॥ মার্চ ২১, ২০২৩
ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মুল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলীর সঞ্চালনায় সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, পৌর মেয়র জাকিয়া খাতুন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, শহর সমাজসেবা সংগঠক ওয়ালিউল হক, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। সেমিনারে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।