নারী উদ্যোক্তাদের মাঝে বিকাশ সাধন প্রকল্পের চেক বিতরণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ || ১১:৪৯ অপরাহ্ণ ॥ মার্চ ২১, ২০২৩
দিনাজপুরের নবাবগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভৃমি মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ভাতার চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকাশ সাধন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) প্রভাষ চন্দ্র রায়।
সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক ও প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ রাশিকা পারভীন প্রমুখ।
পরে প্রকল্প আওতাধীন ৫টি ট্রেডে প্রশিক্ষণ নেয়া উপজেলার ৪১৯ জন নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ ভাতার ৪১ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করা হয়।