শ্রীমঙ্গলে বিটিআরআই স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৩৬ অপরাহ্ণ ॥ মার্চ ২০, ২০২৩
শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোছা. সুমনী আকতার প্রমুখ।
অনুষ্ঠানে চা বোর্ড চেয়ারম্যান ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।