ভালুকায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভালুকা প্রতিনিধি || ৫:৪৭ অপরাহ্ণ ॥ মার্চ ২০, ২০২৩
ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদরাসা হলরুমে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুপার মাওঃ শেখ খায়রুল বাশার,সহকারী সুপার মাওলানা মো.আব্দুল জলিল,সিনিয়র শিক্ষক সফিউল্লাহ লিটন,প্রাক্তন শিক্ষার্থী শাকিব খান ও হাবিবুল্লাহ জিহাদী ।
উপস্থিত ছিলেন স্থায়ী দাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল লতিফ কারী,বড়চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির,অভিভাবক সদস্য আসাদ উল্লাহ,ফিরুজ মিয়া,মোছা.বেবি আক্তার,সিদ্দিকুর রহমান ,সাঈদ আলী প্রমুখ।