ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাসিরনগরে সাংবাদিকদের সাথে ইউএনওর প্রেস ব্রিফিং

মোঃ আব্দুল হান্নান, || ৪:২৪ অপরাহ্ণ ॥ মার্চ ২০, ২০২৩

সারাদেশের ন্যায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন এবং নাসিরনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করার লক্ষ্যে ২০ মার্চ সোমবার বেলা ১২ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি সহকারী কর্মকর্তা, এজিএম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। প্রেস ব্রিফিং কালে জানাগেছে আগামী ২২ মার্চ ২০২৩ রোজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ২ শতাংশ জমি সহ প্রতিটা পরিবারকে একটি ঘর উপহার হিসেবে উদ্ভোধন করবেন। জানাগেছে এ পর্যায়ে নাসিরনগরে ২৫৪ পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করা হবে। এর মাঝে বুড়িশ্বর ইউনিয়নের উত্তর লক্ষীপুর আশ্রয়ন কেন্দ্রে ১৪০টি, গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ আশ্রয়ন কেন্দ্রে ২০টি, গুনিয়াউকের চিতনা আশ্রয়ন কেন্দ্রে ২০টি, হরিপুরের রুস্তম পুর আশ্রয়ন কেন্দ্রে ১৪টি, চাপরতলা আশ্রয়ন কেন্দ্রে ১৬টি, হরিপুর মিলনপুর আশ্রয়ন কেন্দ্রে ৭টি, বুড়িশ্বর ভাটপাড়া আশ্রয়ন কেন্দ্রে ৮টি, কুন্ডা রানিয়াচং আশ্রয়ন কেন্দ্রে ১৮টি, ফান্দাউক আশ্রয়ন কেন্দ্রে ২টি ও আতোকুড়া আশ্রয়ন কেন্দ্রে ১টি মোট ২৫৪টি ঘরের শুভ উদ্ভোধন করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানাগেছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক