ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে ইএনও’র প্রেস ব্রিফিং

হারুনুর রশিদ, কাহালু বগুড়া প্রতিনিধিঃ || ৯:০৯ অপরাহ্ণ ॥ মার্চ ২০, ২০২৩

গত ২০ মার্চ সোমবার সকালে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ স্থানীয় সাংবাদিকদের নিয়ে কাহালু উপজেলা প্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান সংক্রান্ত এক প্রেস ব্রিফিং করেছেন।

চতুর্থ পর্যায়ে কাহালু উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১০টি ঘর প্রদান করা হবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫ শ টাকা। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে সারাদেশে উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘরের দলিল পত্র সহ জমি হস্তান্তর করবেন। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ এসময় কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল জোব্বার উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: