ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ২:১৪ অপরাহ্ণ ॥ মার্চ ১৯, ২০২৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র ২০১০ এর ধারা ১৫ এবং ১৮ অনুযায়ী ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সালমা খাতুন এ তফসিল ঘোষণা করেন।

আগামী ১৯/০৩/২০২৩ (রবিবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ,২২/০৩/২০২৩ (বুধবার) খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী প্রদানের শেষ দিন,২৮/০৩/২০২৩ (মঙ্গলবার) দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি,০২/০৪/২০২৩ (রবিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ০৫/০৪/২০২৩ (বুধবার) মনোনয়নপত্র দাখিল,
০৯/০৪/২০২৩ (রবিবার) মনোনয়নপত্র বাছাই,
১১/০৪/২০২৩ (মঙ্গলবার) প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপীল, ১৩/০৪/২০২৩ (বৃহস্পতিবার)আপীল নিষ্পত্তি,১৬/০৪/২০২৩ (রবিবার) মনোনয়নপত্র প্রত্যাহার,১৭/০৪/২০২৩ (সোমবার)চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮/০৪/২০২৩ (মঙ্গলবার) প্রতীক/ব্যালট নম্বর প্রদান,১৩/০৫/২০২৩ (শনিবার) বিরতিহীনভাবে সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ।

ভালুকা উপজেলা ইউএনও ও রিটার্নিং অফিসার সালমা খাতুন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হইতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং রিটার্নিং অফিসারের কার্যালয়-এ মনোনয়নপত্র গৃহীত হইবে।
ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোট আগামী ১৩/০৫/২০২৩ তারিখ বিরতিহীনভাবে সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে অনুুষ্টিত হইবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক