প্রতিদিন ১৬ কোটি কাপ চা খান দেশের মানুষ

প্রতিদিন দেশের মানুষ ১৬ কোটি কাপ চা খান। গতকাল রবিবার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটি আয়োজিত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি এ তথ্য জানান।

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষনে চা বোর্ড চেয়ারম্যান প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্যে বলেন, দেশে চলতি মৌমুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০২ মিলিয়ন কেজি। তিনি বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে চা বোর্ড।

চা গবেষণা ইনস্টটিটিউট সুত্র জানায়, দেশে বর্তমানে চা-পায়ী মানুষের সংখ্যা কত তা নিয়ে কাজ করছে চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগ। খুব শীঘ্রই এ তথ্য জানা যাবে।

এসময় চা বোর্ডের সচিব মোছা. সুমনী আকতার, চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উদ্ভিদবিদ্যা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ, কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, কৃষিতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ রানা, পরিসংখ্যান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেফালী বুনার্জি, উর্ধতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *